বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

স্ত্রীকে নকল সরবরাহ করায় পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

আপডেট : ২৪ মে ২০১৯, ১৬:২৮

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় স্ত্রীকে নকল সরবরাহের অভিযোগে এক এএসআইকে কারাদণ্ড দিয়েছে আদালত। শুক্রবার দুপুরে পটুয়াখালীর রশিদ কিশলয় বিদ্যা নিকেতন পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কারাদণ্ড পাওয়া মাহবুবুর রহমান পটুয়াখালী সদর সার্কেল অফিসের পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই)। তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এই দণ্ড দেওয়া হয়। 

আরো পড়ুন: ২৫ হাজার টাকায় শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন, আটক ১

পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজ জানান, দায়িত্ব না থাকা সত্যেও পরীক্ষা কেন্দ্রে পুলিশের পোশাক পরে উপস্থিত ছিলেন ওই পুলিশ সদস্য। সেখানে তিনি পরীক্ষার বহু নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) সংশোধন করে তার উত্তর স্ত্রীকে সরবরাহ করছিলেন। 

এসময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে একাধিকবার নিষেধ করা সত্যেও তিনি ম্যাজিস্ট্রেটের কথা অমান্য করেন। এসময় অন্য পুলিশের উপস্থিতিতে তার কাছ থেকে উত্তর পত্রের সংশোধন করা কাগজ উদ্ধার করা হয়।

ইত্তেফাক/জেডএইচ