শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পুন নিরীক্ষণের আবেদনে পাশ করল আরও ৮৯ শিক্ষার্থী

আপডেট : ০১ জুন ২০১৯, ২১:৫৭

চলতি বছরের গত ৬ মে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল চ্যালেঞ্জ করে পুন নিরীক্ষণের জন্য আবেদন করা ৪৬৪ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৮৯ জন পরীক্ষার্থী। শনিবার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ওই পুন নিরীক্ষণের ফল ঘোষণা করে।

বোর্ড সূত্রে জানা যায়, ৭ মে থেকে ১৩ মে পর্যন্ত পুন নিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হয়। এ সময়ে ফলাফল চ্যালেঞ্জ করে ১৫ হাজার ২৭৮ জন। তাদের ৩১ হাজার ৮৪টি উত্তরপত্র পুন নিরীক্ষণের জন্য আবেদনপত্র দাখিল করে। এতে ৪৬৪ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়। এর মধ্যে ফেল করা ৮৯ জন শিক্ষার্থী পাস করেছে। এছাড়াও গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ৬৩ জন এবং অন্য গ্রেডে ৩১২ জনের ফল পরিবর্তন হয়েছে। 

আরও পড়ুন: আদালতে তানভীরের স্বীকারোক্তি: ক্ষোভ থেকেই হত্যা

কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সহিদুল ইসলাম জানান, শনিবার বোর্ডের অনলাইনে পুন নিরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পুন নিরীক্ষণে যে সকল পরীক্ষার্থীর নতুন করে গ্রেড পরিবর্তন হয়েছে তারা সরকারি-বেসরকারি কলেজে ভর্তির জন্য অনলাইনে আগামী ৩ ও ৪ জুন আবেদন করতে পারবে।

ইত্তেফাক/অনি