শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গবেষণার কাজের জন্য ঝর্ণাধারার মরদেহ বিএসএমএমইউতে

আপডেট : ২৯ জুন ২০১৯, ১৩:০৭

গবেষণা কাজে লাগানোর জন্য ঝর্ণাধারা চৌধুরীর মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হস্তান্তর করা হয়েছে। শনিবার সকাল ৯টায় গান্ধী আশ্রমের নির্বাহী কর্মকর্তা রাহা নবকুমার বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়ার কাছে এই মরদেহ হস্তান্তর করেন।

ঝর্ণাধারা চৌধুরী নোয়াখালীর সোনাইমুড়ীর গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ডের সচিব ছিলেন। এই আশ্রম ট্রাস্টে গ্রামীণ নারীদের প্রশিক্ষণ দেওয়া, দরিদ্র শিশুদের বিনা মূল্যে শিক্ষাদানের ব্যবস্থা করেছিলেন ঝর্ণাধারা চৌধুরী। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি মারা যান।

আরো পড়ুন: রিফাত হত্যা: রামদা নিয়ে কলেজে ডাকা হয় 007 গ্রুপে

সমাজ সেবার জন্য ২০০৩ বাংলাদেশে বেগম রোকেয়া পদক এবং একই সালে ভারতের রাষ্ট্রীয় বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ খেতাবে ভূষিত হন ঝর্ণাধারা চৌধুরী। এ ছাড়া ২০১০ সালে ঝর্ণাধারা চৌধুরী গান্ধী সেবা পুরস্কার এবং ২০১৫ সালে তিনি একুশে পদক পান।

ইত্তেফাক/জেডএইচ