শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বেরোবিতে ভর্তি জালিয়াতির দায়ে শিক্ষার্থীর কারাদণ্ড

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২১:৩৩

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে শফিকুল ইসলামকে (১৮) এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার ভ্রাম্যমাণ আদালতের পরিচালক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম শরিয়তপুর জেলার ঘোষেরহাট থানার হাটরিয়া গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রবিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার ১ম দিনের এ ইউনিটের চতুর্থ শিফটে ফজলে রাব্বী আশিক নামের এক শিক্ষার্থীর প্রবেশপত্র নিয়ে ২ নং একাডেমিক ভবনের ৪র্থ তলার ৪১৫ নং কক্ষে প্রবেশ করে শফিকুল। পরে ওই কক্ষের দায়িত্বরত শিক্ষক লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল শফিকুলকে আটক করে প্রক্টরের হাতে তুলে দেন। পরে প্রক্টর আবু কালাম মো. ফরিদ উল ইসলাম তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।

বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবু কালাম মো. ফরিদ উল ইসলাম বলেন, ‘বদলি পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করায় শফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাকে ১ বছরের কারাদণ্ড দেন। আদালতের রায়ের পর তাকে রংপুর কারাগারে পাঠিয়েছে পুলিশ।’

ইত্তেফাক/বিএএফ