বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বেরোবির নবনিযুক্ত কর্মচারীদের বুনিয়াদি প্রশিক্ষণ

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১১:১০

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নবনিযুক্ত কর্মচারীদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেছেন উপাচার্য প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ। বৃহস্পতিবার বিকালে বেরোবির ঢাকাস্থ লিঁয়াজো অফিসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এ সময় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

প্রফেসর এম আবুল কাশেম মজুমদার বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে কর্মচারীদের জন্য চালু হতে যাওয়া এটা প্রথম ট্রেনিং যা বেরোবি চালু করেছে। এর মাধ্যমে নিজেদের দায়িত্ব গ্রহণ এবং অধিকতর যোগ্য হতে সাহায্য করবে।

 

এ সময় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত স্টোর কিপার, সাতজন ড্রাইভার, ও সাতজন হেলপার উপস্থিত ছিলেন।

 

ইত্তেফাক/ইউবি