শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চরভদ্রাসনে বন্যার কবলে ১৪ বিদ্যালয়

আপডেট : ২১ জুলাই ২০১৯, ১৮:২০

ফরিদপুরের চরভদ্রাসনে ১১টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও তিনটি মাধ্যমিক বিদ্যালয় বন্যার কবলে পড়ে পাঠদান বন্ধ আছে। অনেক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন বন্যা কবলিত অসহায় মানুষ।

স্থানীয় কয়েকজন অভিভাবক জানান, স্কুলে পানি ওঠায় অনেকেই নিরাপত্তার স্বার্থে ছেলে মেয়েদের বিদ্যালয়ে যাওয়া থেকে বিরত রেখেছেন। 

আরও পড়ুন: নাশকতার মামলায় বিএনপির ৩০ নেতাকর্মী কারাগারে

উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল মো. বাহাউদ্দীন বলেন, বন্যা কবলিত বিদ্যালয় গুলোর বেশির ভাগ চরাঞ্চলে অবস্থিত। নিম্নাঞ্চল হওয়াতে বিদ্যালয় গুলো প্লাবিত হয়েছে। সাময়িক পাঠদান বন্ধ আছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পাঠদান চালু হবে। 

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফ মো. মুর্তজা আহসান বলেন, বন্যা পরিস্থিতি অনুকূলে এলে যথারীতি পাঠদান কার্যক্রম শুরু হবে। 

ইত্তেফাক/অনি