শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে রাবি শিক্ষার্থীর মাথা ফাটানোর অভিযোগ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৮:০৭

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি গুফরান গাজীর বিরুদ্ধে পিটিয়ে এক শিক্ষার্থীর মাথা ফাটানোর অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের অতিথি কক্ষে এ ঘটনা ঘটে।

আহত তারিক হাসান বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ওই হলের আবাসিক শিক্ষার্থী। বর্তমানে তারিক রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তারিকের বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ইমামুলের সাথে টাকা ধার দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতির হয়। পরে ইমামুল বিষয়টি জোহা হল শাখা ছাত্রলীগকে জানালে হলের দায়িত্বপ্রাপ্ত নেতা ও রাবি ছাত্রলীগের সহ-সভাপতি গুফরান গাজীসহ কয়েকজন নেতাকর্মী মিলে তারিককে বেধড়ক মারধর করে। মারধরের এক পর্যায়ে তারিকের মাথা ফেটে যায়। তবে এ ঘটনার সাথে ছাত্রলীগ নেতা গুফরান জড়িত নয় বলে দাবি করেছেন।

আরো পড়ুন: এসএসসির ফরম পূরণে ৬ হাজার টাকা আদায়ের অভিযোগ

অভিযুক্ত ছাত্রলীগ নেতা গুফরান গাজী বলেন, ‘আমি মারধর করিনি। ওরা নিজেরাই নিজেদের মধ্যে মারধর করে মাথা ফাটিয়েছে।’ 

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘আমি এ মূহুর্তে ঢাকা আছি। গুফরান এ ঘটনার সাথে জড়িত নয় বলেই শুনেছি।’

শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ ড. জুলকার নায়েন বলেন, ‘হলে মারধরের ঘটনার কথা শুনেছি। তবে বিষয়টি সম্পর্কে এখনো পুরোপুরি জানতে পারি নি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/বিএএফ