শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জবি উপাচার্যের মাতা আর নেই

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১৫:৩১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের রত্নগর্ভা মাতা মরিয়ম বেগম আর নেই। মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে ঢাকায় উত্তর মুগদাস্থ ছেলের বাড়িতে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)।
 
উপাচার্যের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, সাংবাদিক সমিতি, কর্মচারী সমিতি এবং অন্য দফতর।

শোক প্রকাশ করে শিক্ষক সমিতির সভাপতি দীপিকা রানী সরকার বলেন, উপাচার্য মহাদয়ের মায়ের মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শোকাহত। আমরা তাঁর মাগফেরাত কামনা করছি, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে শোকসম্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

আরও পড়ুন: রিফাত হত্যার তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টে তলব

আজ বাদ আসর কুমিল্লার হরিপুরে নিজ গ্রামের বাড়িতে মরহুমার নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তিনি সাত ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ইত্তেফাক/নূহু