শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাসের দাবিতে জাবি শিক্ষার্থীদের অবরোধ

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১৯:৩৭

শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসন করে পর্যাপ্ত বাসের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের নেতাকর্মীরা। এতে শিক্ষকদের ঢাকাগামী অন্তত আটটি বাস আটকে রাখেন তারা। আজ মঙ্গলবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

অবরোধের খবর জানতে পেয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আলী আজম তালুকদার, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান ঘটনাস্থলে উপস্থিত হন। তারা শিক্ষার্থীদের দাবিগুলো শুনেন। এ মাসের মধ্যেই শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসনের পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে কর্মসূচি তুলে নেন শিক্ষার্থীরা।

এ সময় অধ্যাপক আলী আজম তালুকদার বলেন, ‘শিক্ষার্থীদের জন্য আগামী ১০দিনের মধ্যে ৫২ আসনের নতুন দুইটি বাস পরিবহন পুলে যুক্ত করা হবে।’

দাবি বাস্তবায়ন না হলে আবার কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়ে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক বলেন, ‘আমরা শিক্ষার্থীদের পরিবহন সমস্যা নিয়ে দীর্ঘ দিন যাবৎ কথা বলে আসছি। কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। আমরা চাই শিক্ষার্থীদের জন্য নতুন বাস যুক্ত করা হোক।’ 

আরও পড়ুন: হাসপাতালে রোগী ভর্তির চিত্র দেখলেই ওষুধের কার্যকারিতা বোঝা যায়: হাইকোর্ট

পাশাপাশি পরিবহন সংকট নিরসনের জন্য পরিত্যাক্ত বাসগুলো সংস্কার করে চলাচলের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

ইত্তেফাক/কেকে