শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভর্তিচ্ছুদের সহযোগিতায় স্বেচ্ছাসেবক দেবে ডাকসু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৫

ভর্তি পরীক্ষার দিন ভর্তিচ্ছু শিক্ষর্থীদের সহায়তা করতে স্বেচ্ছাসেবক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা যাতে কোন প্রকার ভোগান্তিতে না পড়েন সেজন্য এ উদ্যোগ নিয়েছেন ডাকসুর সমাজসেবা বিষয়ক সম্পাদক আখতার হোসেন।

স্বেচ্ছাসেবক নিয়োগের উদ্দেশ্যে ডাকসুর প্যাডে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেন তিনি। স্বেচ্ছাসেবক আহবান করে বিজ্ঞপ্তিতে বলা হয়, 'আগামী ১৩, ১৪, ২০, ২১, ২৭ এবং ২৮ সেপ্টেম্বর যথাক্রমে গ, চ, ক, খ, ঘ এবং চ (অংকন) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার দিনগুলোতে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে কিছু স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে।'

আরও পড়ুন : রশিদ-জহিরের ঘুর্ণিতে কাবু বাংলাদেশ

তিনি বলেন, 'এই মহতী কাজে আগ্রহীদের আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ডাকসু অফিস থেকে নির্ধারিত ফরম পূরণ করে জমা দেওয়ার অনুরোধ করা হলো।'

ইত্তেফাক/এসএস