শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাড়িতে মলমূত্র নিক্ষেপের অভিযোগ নিয়ে থানায় রাবির রেজিস্ট্রার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারীর বাসভবনে মলমূত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলার হাদীস ফাউন্ডেশনের বিপরীতে অবস্থিত নিজস্ব বাসভবনে এ ঘটনা ঘটে। তবে কি কারণে কে বা কারা এ কাজ করেছে তা এখনো জানা যায়নি।

ওই এলাকায় ভাড়া থাকে এমন কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার ভোরে তারা হাঁটতে বের হয়েছিলেন। প্রচণ্ড দুর্গন্ধে ওই রাস্তা দিয়ে যাতায়াত করা যাচ্ছিল না। তারা রাবি রেজিস্ট্রারের বাসভবনের মূল গেট ও দেয়ালেসহ বিভিন্ন জায়গায় মল ছিটানো দেখে চারপাশ দুর্গন্ধের কারণ সম্পর্কে নিশ্চিত হন। হয়তো পূর্ব কোনো ক্ষোভের কারণে রাতের অন্ধকারে কেউ এমন কাণ্ড ঘটিয়েছে বলে তারা উল্লেখ করেন। পরে রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী দুর্গন্ধ সূত্রপাত খুঁজতে গিয়ে বাসার বাহিরে বের হয়ে এসব দেখতে পান। পরে সকাল ৮টার দিকে তিনি লোকজন ডেকে এসব নোংরা পরিষ্কার করান।

আরো পড়ুন: ভক্তদের গায়ের ‘দুর্গন্ধ’ মোটেই পছন্দ নয় রানুর

জানতে চাইলে রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী বলেন, রাতের অন্ধকারে কারা, কী কারণে এ কাজ করেছে আমি জানিনা। হয়তো মেথর দিয়ে করিয়েছে। সন্দেহ করার মতো কাউকে খুঁজে পাচ্ছি না। তবে থানায় একটি অভিযোগ দিয়েছি।

নগরীর মতিহার থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, রেজিস্ট্রার স্যার থানায় এসে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়ে গেছেন। তদন্ত চলছে, তবে কে বা কারা করেছে এখনো জানা যায় নি।

ইত্তেফাক/বিএএফ