শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জবি মানবিক অনুষদের ভর্তি পরীক্ষা শুক্রবার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী সম্মান (স্নাতক) ১ম বর্ষের মানবিক শাখার ভর্তি পরীক্ষা আগামী পরশু শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষা দুই শিফটে বিভিন্ন ভবনে অনুষ্ঠিত হবে। ১ম শিফট সকাল ১০টা থেকে ১১.৩০টায় জোড় সংখ্যার রোল নম্বরধারী পরীক্ষার্থীদের। ২য় শিফ্ট বিকাল ৩টা থেকে ৪.৩০টা পর্যন্ত বিজোড় সংখ্যার রোল নম্বরধারী পরীক্ষার্থীদের।

ইউনিট-২ এর ৮৫০টি আসনের বিপরীতে সর্বমোট ২২ হাজার ৯৫০জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন।

পুরান ঢাকার যানজটের কথা বিবেচনায় রেখে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত একঘণ্টা পূর্বে কেন্দ্রের বাইরে অবস্থান নেওয়ার জন্য পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে সকল পরিক্ষার্থীকে নিজ আসন গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা যায়, পরীক্ষা শুরুর ১৫ মিনিট পূর্বেই সকল কেন্দ্রের মূল ফটক বন্ধ হয়ে যাবে। এরপর কোন অজুহাতেই কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। পরীক্ষা কক্ষে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা অন্য যে কোন ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে রাখা বা ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। প্রবেশপত্র ছাড়া কোন পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। প্রবেশপত্রের নির্দিষ্ট স্থানে পরিদর্শক স্বাক্ষর করবেন এবং স্বাক্ষরিত প্রবেশপত্রটি পরীক্ষার্থীকে সংরক্ষণ করতে হবে যা পরবর্তীতে ভর্তির সময় প্রয়োজন হবে।

আরও পড়ুন: লোহাগড়ায় চুরির অভিযোগে দিনমজুরকে নির্মম নির্যাতন

ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট-এ দেওয়া আছে।

ইত্তেফাক/নূহু