শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বশেমুরবিপ্রবি প্রশাসনে সেই সহকারী প্রক্টরসহ নতুন দায়িত্বে ২২ শিক্ষক

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৫:৫২

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রশাসনের বিভিন্ন পদে ২২ শিক্ষককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এরমধ্যে পদত্যাগী সেই সহকারী প্রক্টর সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. হুমায়ুন কবিরকে পুনরায় সহকারী প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে।

এরআগে প্রভাষক মো. হুমায়ুন কবির সাবেক ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পদত্যাগ করেন। 

এছাড়া হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন- শেখ রেহানা হলে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. রোকনুজ্জামান, স্বাধীনতা দিবস হলে গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. সিরাজুল উসলাম, শেখ রাসেল হলে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মো. ফায়েকুজ্জামান মিয়া। এছাড়া ৫টি হলে সহকারী প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভিন্ন বিভাগের ১১ জন শিক্ষক।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুর রহমান খান ব্যক্তিগত কারণে পদত্যাগ করায় নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মশিউর রহমান। আইন বিভাগের সভাপতি মো. আবদুল কুদ্দুস মিয়া পদত্যাগ করায় নতুন সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বিভাগটির সহকারী অধ্যাপক মানসুরা খানমকে।

আরও পড়ুন: পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় পিকআপ আরোহী নিহত

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. নূরউদ্দিন আহমেদ বলেন, ‘গত দুই দিনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পদ থেকে বেশ কয়েকজন শিক্ষক পদত্যাগ করেন। শূন্য পদসহ আরো কিছু নতুন পদে মঙ্গলবার বিকালে নতুন দায়িত্ব হিসেবে ২২ জন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্বের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমে ৬ শিক্ষক নিয়োগ পেয়েছেন।’ 

ইত্তেফাক/এএএম/নূহু