বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইন্টার্ন চিকিৎসকদের হোস্টেল থেকে ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ০০:৩৪

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের হোস্টেল থেকে ইয়াবাসহ রিফাত খান রন্টি নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কলেজের এফএম নূর উর রফি ইন্টার্ন হোস্টেলের ৩০৩ নং কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া সেখান থেকে দুটি ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ।

বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের সহকারী কমিশনার মো. রাসেল জানান, রিফাত খান রন্টিকে গ্রেফতারের সময় তার কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। তাছাড়া গ্রেফতারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে হোস্টেলে যান তিনি। এরপর ৩০৩ নং রুমে বহিরাগত একজনের উপস্থিতি দেখে তিনি পুলিশে খবর দিলে পুলিশ তাকে ইয়াবাসহ গ্রেফতার করে।

আরো পড়ুন: স্বামী নিককে ডিভোর্সের হুমকি দিলেন প্রিয়াঙ্কা!

মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঞা বলেন, মাদক গ্রহণ বা ব্যবসার সঙ্গে হোস্টেলের ইন্টার্ন চিকিৎসকরা জড়িত কিনা তা তদন্তের পর বলা যাবে।

ইত্তেফাক/বিএএফ