বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাবিতে ভর্তি পরীক্ষা সোমবার

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৬:৪৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ সেশনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী সোমবার অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা জানান জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাস কুমার কর্মকার। এবছর প্রতি আসনের বিপরীতে ১৬ জন প্রতিযোগিতা করবে। 

তিনি বলেন, ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে এ, বি ও সি তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনটি ইউনিটে ৪ হাজার ৭১৩টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৭৮ হাজার ৯০টি। এ ইউনিটে ৩১ হাজার ১২৯টি, বি ইউনিটে ১৫ হাজার ৭৩২টি ও সি ইউনিটে ৩১ হাজার ২২৯টি। এবছর লিখিত ও বহু নির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের জন্য এক ঘণ্টা ত্রিশ মিনিট সময় পাবেন পরীক্ষার্থীরা। বহু নির্বাচনী প্রশ্নের জন্য ৫০ মিনিট ও লিখিত প্রশ্নের জন্য ৪০ মিনিট সময় পাবেন তারা। 

আরও পড়ুন: রাজবাড়ীতে ৪ মণ ইলিশসহ ৫১ জেলে আটক

এ সময় তিনি ভর্তি পরীক্ষায় জালিয়াতি বা প্রতারক চক্রের মিথ্যা প্রলোভনে প্রভাবিত না হওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গৃহীত সিদ্ধান্তে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও  কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএএম