শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রুমে জো-বাইক নিতে বাধা, ঢাবি শিক্ষার্থীকে মারধর

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৮:০৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপসভিত্তিক বাই-সাইকেল ‘ডিইউ চক্কর’ রুমে নিয়ে যাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থী সৌরভ বিশ্বাস। তার এ কর্মকাণ্ডে বাধা দেন হলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নিলয় কুমার বিশ্বাস। দীর্ঘক্ষণ বাকবিতণ্ডার পর সুস্ময় দাস নামের অপর এক শিক্ষার্থী নিলয়ের উপর হামলা চালায়। নিলয়ের অভিযোগ বাই সাইকেল রুমে নিতে বাধা দেওয়ায় তার উপর এ হামলা করা হয়।

হামলায় নিলয় কুমার বিশ্বাসের চোখে ব্যাপক আঘাত লাগে এবং নাক থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। রবিবার দুপুরের দিকে জগন্নাথ হলের সন্তোষ ভট্টাচার্য ভবনের সিঁড়িতে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সুস্ময় দাস হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং সৌরভ বিশ্বাস আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সুস্ময় দাস জগন্নাথ হলে ছাত্রলীগের রাজনীতি করেন এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের অনুসারী বলে জানা গেছে।

আরো পড়ুন: নরেন্দ্র মোদিতে মজলেন বলিউড তারকারা

হলের শিক্ষার্থীরা জানায়, সৌরভ বিশ্বাসকে জোবাইক নিয়ে রুমে যেতে দেখে নিলয় বাধা দেয়। এতে দুজনের মাঝে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সুস্ময় দাস এসে নিলয়কে বেধড়ক মারধর করে। এতে নিলয়ের নাক-মুখ রক্তাক্ত হয়ে যায়।

পরে নিলয়ের বন্ধুরা প্রক্টরিয়াল টিমের সাহায্যে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিলয়ের চোখে মারাত্মক আঘাত দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

এ বিষয়ে সনজিত চন্দ্র দাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

মারধরের বিষয়ে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিহির লাল সাহা বলেন, ‘বিষয়টি অবহিত হয়েছি। লিখিত অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেবো।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, আমরা বিষয়টি অবগত আছি। প্রক্টরিয়াল টিমের মাধ্যমে আহত শিক্ষার্থীকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। এ বিষয়ে জগন্নাথ হলের প্রাধ্যক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।