বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উপনির্বাচন বাতিল করে পুনঃ নির্বাচনের দাবি ধানের শীষের প্রার্থী হাবিবের      

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩২

পাবনা-৪ আসনের উপনির্বাচনের প্রার্থী হাবিবুর রহমান হাবিব চলমান নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন। শনিবার ভোট চলাকালে সাহাপুরের নিজ বাড়িতে দুপুর ১২টায় হাবিব সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন।

এসময় হাবিব অভিযোগ করে বলেন, তার নেতাকর্মী সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় ভয়ে কেউ ভোট কেন্দ্রে যেতে এবং বাড়িতে থাকতে পারছে না। মামলার কারনে পোলিং এজেন্ট ভোট কেন্দ্রে যেতে সাহস পায়নি। এই অবস্থায় ভাোট বর্জন নয়, এই ভোট বাতিল করে পুনঃনির্বাচনের দাবি জানাচ্ছি।

প্রসঙ্গতঃ আওয়ামী লীগের দুটি নির্বাচনী অফিস ভাংচুর ও গুলিবর্ষণের ঘটনায় ঈশ্বরদী থানায় দুটি মামলা দায়ের হয়। মামলায় মোট ৫৬ জন নামীয় এবং ৪৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এছাড়াও আটঘরিয়াতে আরও ১টি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।

ইত্তেফাক/আরকেজি