মধুখালী পৌর মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন খন্দকার মোরশেদ রহমান

বর্তমান মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন। ছবি: সংগৃহীত
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা০২:০৭, ১৪ নভেম্বর, ২০২০ | পাঠের সময় : ০.৫ মিনিট
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মধুখালী পৌরসভার মেয়র পদে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মধুখালী পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বর্তমান মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন।
শুক্রবার আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী বোর্ডের সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের তপশিল ঘোষণা করলে আওয়ামী লীগের মনোনয়ন লাভের জন্য ৪ জন প্রার্থী ফরম গ্রহণ করেন।
এ খবর পাওয়ার পর শুক্রবার সন্ধায় পৌর ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আবদুর রহমানকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল বের করেন।
ইত্তেফাক/কেকে