শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সব দেশেই বিরোধীদল ভোট কারচুপির অভিযোগ করে: সিইসি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪৬

আমেরিকা, ভারত, নেপাল, শ্রীলংকাসহ প্রায় সব দেশেই বিরোধীদল ভোট কারচুপির অভিযোগ করে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, নির্বাচন আসলেই বিরোধীদল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়নি বলে সবসময় অভিযোগ করে থাকে।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সোমবার (২২ ফেব্রুয়ারি) কেশবপুর উপজেলা পরিষদের মিলনায়তনে কেশবপুর পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে এ কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। তার প্রমাণ ভোট প্রদান করার জন্য ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। 
 
যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার আবুল কাশেম ফজলুল কাদের, যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিভাগীয় নির্বাচন অফিসার ইউনুছ আলী, যশোর জেলা নির্বাচন অফিসার হুমায়ূন কবির ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।

ইত্তেফাক/এসসিএস