শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিলেট-৩ আসনের উপনির্বাচনে সব ধরনের প্রচারণা নিষিদ্ধ

আপডেট : ২৯ জুন ২০২১, ১৩:৫৩

সিলেট-৩ আসনের উপনির্বাচনে ৭ জুলাই পর্যন্ত সব ধরনের প্রচারণা ও সভা সমাবেশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন।

করোনা সংক্রমণ প্রতিরোধে আগামী ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সিলেটসহ সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এ কারণে নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহা. ইসরাইল হোসেন। এ বিষয়ে নির্বাচন কমিশন থেকে একটি সংশোধিত পরিপত্র সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে এসে পৌঁছেছে বলে তিনি জানান।

 

এতে জানানো হয়েছে, আগামী আগামী ৭ জুলাই পর্যন্ত উপনির্বাচনের প্রার্থীদের পক্ষে গণজমায়েতসহ কোনো ধরনের আনুষ্ঠানিক প্রচারণা চালানো যাবে না। 

ইত্তেফাক/কেকে