শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইতোমধ্যে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে : সিইসি

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২০:০৬

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, এবার দেশে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। সেই পরিবেশ ইতিমধ্যে তৈরি হয়েছে। প্রার্থীরা সুশৃঙ্খলভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কোথাও কেউ আচরণবিধি লঙ্ঘন করেননি। 

 

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

 

প্রধান নির্বাচন কমিশনার বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীকে প্রার্থী হিসেবেই বিবেচনা করতে হবে। মাঠপর্যায়ে আপনারা  নিরপেক্ষতা বজায় রাখবেন। প্রার্থীর অভিযোগ নিরপেক্ষভাবে বিচার করবেন।

 

তিনি বলেন, আমাদের সকলের প্রত্যাশা ছিল এবার দেশে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। সেই আশা পূরণ হয়েছে। এবার প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সেই পরিবেশ সৃষ্টি হয়েছে। 

 

 

ইত্তেফাক/ইউবি