বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গাইবান্ধার পাঁচ আসনে ৬৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৪:২৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পাঁচটি আসনে ৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা বিষয়টি নিশ্চিত করেছেন। এ পাঁচটি আসনের জন্য ৭৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।  

 

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মহাজোটের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান এমপি জাতীয় পার্টির ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাজেদুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের গোলাম আহসান হাবীব মাসুদ, ইসলামী আন্দোলনের আশরাফুল ইসলাম খন্দকার, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আব্দুর রাজ্জাক সরকার, কৃষক শ্রমিক জনতা লীগের মোহসিন আলী, গণতন্ত্রী পার্টির আবুল বাসার মো: শরীতুল্লাহ্, বাম গণতান্ত্রিক জোট প্রার্থী বাসদ (খালেকুজ্জামান) নেতা গোলাম রব্বানী, গণফ্রন্ট এর শরিফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের হাফিজুর রহমান সর্দার, স্বতন্ত্র প্রার্থী এ.বি.এম মিজানুর রহমান, জয়নাল আবেদিন সাদা, আব্দুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরুজা বারী, স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির সাবেক এমপি কর্নেল (অব.) ডা. আব্দুল কাদের খাঁন, স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক নাদিম। 

 

গাইবান্ধা-২ (সদর) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে একমাত্র প্রার্থী হুইপ মাহাবুব আরা বেগম গিনি, ঐক্যফন্টের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনজন। তারা হলেন, গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদ উন নবী টিটুল ও সম্প্রতি জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দেয়া সাবেক এমপি আব্দুর রশীদ সরকার, বাম গণতান্ত্রিক জোট প্রার্থী সিপিবি নেতা মিহির ঘোষ, ইসলামী আন্দোলনের আল-মামুন, ইসলামী ঐক্যজোটের মওলানা জুবায়ের আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টির জিয়া জামান, স্বতন্ত্র প্রার্থী একেএম রেজাউল কবীর, মকদুবর রহমান ও স্বতন্ত্র প্রার্থী ওয়াহেদ মুরাদ। 

 

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান এমপি ডা. ইউনুস আলী সরকার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যরিস্টার দিলারা খন্দকার শিল্পি, জাপা নেতা মনজুরুল হক সাচ্চা, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম খাদেমুল ইসলাম খুদি, ঐক্যফন্টের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন চার জন। তারা হলেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. ময়নুল হাসান সাদিক, জাতীয় পার্টির (জাফর) কেন্দ্রিয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী, বিএনপি নেতা সাবেক এমপি রওশনারা ফরিদ ও বিএনপি নেতা রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের মো. হানিফ দেওয়ান, বাম গণতান্ত্রিক জোট প্রার্থী বাসদ (খালেকুজ্জামান) নেতা সাদেকুল ইসলাম, কৃষক শ্রমিক জনতালীগের মোস্তফা মনিরুজ্জামান, ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান, স্বতন্ত্র প্রার্থী তৌফিকুল আমিন টিটু, স্বতন্ত্র আমিনুল ইসলাম দুদু ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ। 

 

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী হিসাবে জামায়াতে ইসলামীর জেলা আমির ডা. আব্দুর রহিম, ঐক্যফন্টের পক্ষে বিএনপির বর্তমান উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমেদ, শামীম কায়সার লিংকন, ওবায়দুল হক সরকার ও আমিনুল ইসলাম, গণফোরামের আব্দুর রউফ আকন্দ, জাতীয় পার্টির কাজী মশিউর রহমান, ইসলামী আন্দোলনের সৈয়দ তৌহিদুল ইসলাম, বাম গণতান্ত্রিক জোট প্রার্থী বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতা ছামিউল আলম, এনডিপির খন্দকার মো. রাশেদ, মুসলিম লীগের সানোয়ার হোসেন সানু ও জাকের পার্টির আবুল কালাম। 

 

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আওয়ামী লীগ নেতা এডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি, জাতীয় পার্টি থেকে সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান এএইচএম গোলাম শহীদ রঞ্জু, কৃষক লীগ থেকে সদ্য বিএনপিতে যোগদানকারী ফারুক আলম সরকার, বিএনপির সাঘাটা উপজেলা সভাপতি আলহাজ মোহাম্মদ আলী, বিএনপি নেতা শিল্পপতী নাজেমুল ইসলাম প্রধান ও শাহ মো. আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির আমিনুল ইসলাম গোলাপ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আব্দুর রাজ্জাক মণ্ডল ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির যজেস্বর বর্মন। 

 

 

ইত্তেফাক/ইউবি