শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চলে গেলেন মাহফুজুর রহমান খান

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ০২:৪৬

চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২৬ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৭০ বছর। 

মাহফুজুর রহমান খানের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার পুরান ঢাকার চকবাজারে শাহী মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর এফডিসিতে মরদেহ নেওয়া হতে পারে। সেখানে বিকালে জানাজার পর বাদ মাগরিব দাফন করার কথা রয়েছে।

চলচ্চিত্রে চিত্রগ্রহণের জন্য ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মাহফুজুর রহমান খান। শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র কমলা, আগুনের পরশমণিসহ অনেক জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

এই গুনি চিত্রগ্রাহকের কোনো সন্তান নেই। তার স্ত্রী ড. নিরাফাত আলম শিপ্রা ক্যানসারে আক্রান্ত হয়ে ২০০১ সালে মারা যান।মাহফুজুর রহমান খান দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।


ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন