বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঢাকা-রাজশাহী-সিলেটে

‘কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ’

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ০২:০১

আজ ডিজিটাল বাংলাদেশ দিবস। এবারের প্রতিপাদ্য ‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’। দিবসটি উপলক্ষে দেশব্যাপী কনসার্ট আয়োজিত হচ্ছে। কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ’।

আজ ঢাকায় কনসার্টটি হবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিকেল ৩টায়। সেখানে পারফর্ম করবেন পপসম্রাজ্ঞী মমতাজ বেগম, হার্ড রক ও মেটাল ঘরানার ব্যান্ড ওয়ারফেজ, অলটারনেটিভ রক ব্যান্ড নেমেসিস, ব্যান্ড স্পন্দন, কণ্ঠশিল্পী ঐশী ও প্রীতম হাসান। এই কনসার্ট সবার জন্যই উন্মুক্ত, তবে অনলাইনে রেজিস্ট্রেশন করে প্রবেশ করতে হবে। কনসার্টটি প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, ‘নামিদামী অনেকেই থাকছেন এই কনসার্টে। গান গাওয়ার পাশপাশি মানুষকে সচেতনও করবো, যেন যেকোনো কিছু ভাইরাল করা থেকে বিরত থাকে।’

এদিকে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হবে ‘কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ’। কণ্ঠশিল্পী সায়রা রেজাসহ অনেকেই পারফর্ম করবেন সেখানে। সায়রা রেজা বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ আজ দেশ-বিদেশে প্রশংসিত এবং অনুকরণীয়। দেশের মানুষ এই রূপকল্পের সুফল ভোগ করছে। এই কনসার্টের মাধ্যমে আমরা মানুষকে আরো ভালোভাবে জানাতে পারবো।’

আরও পড়ুন: ২০১৯ সালে বিশ্বের সেরা ব্যক্তি ‘গ্রেটা থানবার্গ’

কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ অনুষ্ঠিত হচ্ছে সিলেটেও। সন্ধ্যা ৬টায় সিলেট জেলা স্টেডিয়ামে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে জলের গানের পাশপাশি স্থানীয় শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন। সিলেট বিভাগীয় প্রশাসনের আয়োজনে এই কনসার্ট সকলের জন্য উন্মুক্ত বলে জানিয়েছেন আয়োজকরা। তথ্য অফিস সিলেটের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলি বলেন, ‘গান শোনানোর পাশাপাশি ইন্টারনেট ব্যাবহার সম্পর্কে সচেতন করবেন শিল্পীরা।’

প্রতিবছর ১২ ডিসেম্বর ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ পালন করছে সরকার। ২০১৭ সালে প্রথমবারের মতো ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ পালন করা হলেও ১ বছর পর এসে এ দিবসের নাম পরিবর্তন করা হলো।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন