বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আফজাল হোসেনের সিনেমায় মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনী

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০৬:৫২

নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। সিনেমার নাম ‘মানিকের লাল কাঁকড়া’। প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনকাহিনি নিয়ে লেখা কবি ও ছড়াকার আনজীর লিটনের কিশোর উপন্যাস ‘মানিকের লাল কাঁকড়া’ অবলম্বনে একই নামে ছবিটি নির্মাণ করছেন আফজাল হোসেন। এ ছবির চিত্রনাট্য লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনাট্যকার মাসুম রেজা। সিনেমায় অভিনয় করবেন ফেরদৌস, সোহানা সাবা ছাড়াও আরো অনেকে। প্রথমবারের মতো আফজাল হোসেনের সিনেমায় অভিনয় করবেন ফেরদৌস ও সাবা।

তবে ছবিতে মানিক বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে কে অভিনয় করছেন তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। সবকিছু গুছিয়ে শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার কথা জানান নির্মাতা আফজাল হোসেন। তিনি বলেন, ‘সিনেমা শুরু করার আগে এখনও বেশকিছু কাজ বাকি রয়েছে। এর মধ্যে অন্যতম মানিক বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে কাকে দেখা যাবে সেটি ঠিক করা। এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। সার্বিক বিষয় ঠিক করে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে।’

উল্লেখ্য, ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজ অবলম্বনে ‘কক্সবাজারে কাকতাড়ুয়া’ ছবিটি নির্মাণের মধ্য দিয়ে ২০১৫ সালে সিনেমা নির্মাণ শুরু করেন এই পরিচালক।

এ সম্পর্কিত আরও পড়ুন