শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অস্কারে ইতিহাস গড়লো দক্ষিণ কোরিয়া 

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৭

চলতি বছরের অস্কারে দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘প্যারাসাইট’ ইতিহাস গড়ল। কারণ এই প্রথম ইংরেজির বাইরে অন্য কোনো ভাষার সিনেমা পেল চলচ্চিত্রের সেরা পুরস্কার।

মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে রবিবার রাত আটটায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টা) শুরু হয় অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯২ম আসর। এতে সেরা চলচ্চিত্র হিসেবে ‘প্যারাসাইট’-এর নাম ঘোষণা করা হয়।

অস্কারের সেরা নির্মাতার পুরস্কারও পেয়েছেন প্যারাসাইটের পরিচালক বং জুন হো। সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম এবং মৌলিক চিত্রনাট্যের দুটো অস্কারও গেছে প্যারাসাইটের দখলে।

গতবারের মত এবারও অস্কারের আসরে কোনো হোস্ট ছিল না। তার বদলে ‘ডাবল হোস্ট’ পেয়েছে এই আসর। সাবেক দুই হোস্ট স্টিভ মার্টিন এবং ক্রিস রক মঞ্চে এসে পুরস্কার বিতরণী কথা বলেন। আর একে একে অন্য সেলিব্রেটিরা বিভিন্ন বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন