শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘ভাষা আমার ক্যারিয়ারের জন্য কখনোই বাধা নয়’

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২৯

বলিউডের সিনেমার মধ্য দিয়ে দীপিকাকে তারকা হিসেবে চিনলেও তার ক্যারিয়ার কিন্তু শুরু হয় দক্ষিণের সিনেমা দিয়ে। তবে এরপর দক্ষিণের সিনেমায় দেখা যায়নি তাকে। তবে সম্প্রতি আবারও দক্ষিণের সিনেমায় তাকে দেখা যাবে বলে খবরের শিরোনামে আসেন তিনি। সম্প্রতি দীপিকাকে জিজ্ঞেস করা হয়েছিল—ক্যারিয়ারের এই অধ্যায়ে দাঁড়িয়ে আবারও যদি দক্ষিণের ছবির প্রস্তাব আসে, তিনি করবেন কি না। উত্তরে দীপিকা সোজা সাপটা জবাব দিয়ে বলেন, ‘অবশ্যই করব। ভাষা আমার ক্যারিয়ারের জন্য কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি। আমার মনে হয়, দিনশেষে অভিনেতা হিসেবে আমি ভালো চিত্রনাট্যের খোঁজেই থাকি। সত্যি বলতে কি, এই মুহূর্তে বেশ কয়েকজন দক্ষিণি পরিচালক এবং চিত্রনাট্যকার আমার সঙ্গে যোগাযোগও করেছেন। ভালো বিষয় পেলে নিশ্চয়ই অভিনয় করব।’ 

আরও পড়ুন: অভিজিৎ-দীপনদের ভুলে গেছে বইমেলা!

অন্যদিকে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের জুটিকে আবারও একবার দর্শক উপভোগ করতে পারবেন ‘৮৩’ ছবিতে। কপিল দেবের বায়োপিক ‘৮৩’-তে কপিলের স্ত্রী রোমি দেবের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। এতদিন পর রণবীরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় প্রসঙ্গে দীপিকা বলেন, ‘বেশ নতুন, বেশ সতেজ মনে হচ্ছে এই কাজ। আসলে, আগে যে কাজগুলো একসঙ্গে আমরা করেছি, সেগুলি একেবারেই অন্যরকম। এটা বেশ নতুন এবার। চরিত্র, পোশাক, ডায়ালগ সবই আলাদা। আমরা একে অপরকে মনে করিয়ে দিচ্ছি, আমরা আগেও একসঙ্গে কাজ করেছি’।

ইত্তেফাক/এসি

এ সম্পর্কিত আরও পড়ুন