শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সেরা বাঙ্গালী অভিনেত্রীর তালিকায় জয়া আহসান

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৭:০৫

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম 'টাইমস অফ ইন্ডিয়া' সম্প্রতি প্রকাশ করেছে ভারতের সেরা বাঙ্গালী অভিনেত্রীর তালিকা। সেই তালিকায় স্থান করে নিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

বছরের শেষে কলকাতায় বছরব্যাপী মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলোর অভিনেত্রীদের মধ্যে সেরা কয়েকজনের তালিকায় স্থান পাওয়ায় আনন্দিত জয়া। তার কাছে এটি একটি বড় অর্জন। তিনি বলেন, 'আমার কাছে যে কোনো অর্জন শুধু স্বীকৃতি নয়, এটা আমাকে আরও ভালো কাজ করার জন্য উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়। দেশের বাইরের একটি প্রভাবশালী সংবাদমাধ্যম থেকে এমন স্বীকৃতি নিঃসন্দেহে অনেক বড় পাওয়া।'

টাইমস অব ইন্ডিয়ার এই তালিকায় অন্য নারী অভিনেত্রীদের মধ্যে রয়েছেন বলিউড অভিনেত্রী তনুজা, মমতা শঙ্কর, চূর্ণী গাঙ্গুলি, চিত্রাঙ্গদা চক্রবর্তী, পাওলি দাম, সারা সেনগুপ্ত এবং শৌরসেনী মৈত্র।

আরও পড়ুনঃ 'ঠাকরে' নিয়ে আক্রমণের মুখে নওয়াজউদ্দিন সিদ্দিকি

বর্তমানে জয়া আহসান কলকাতায় তার নতুন সিনেমা ‘বিজয়া’র প্রচারে ব্যস্ত সময় পার করছেন। চলতি বছরের অক্টোবর মাসে কলকাতায় মুক্তি পায় 'এক যে ছিল রাজা'। সৃজিত মুখার্জির এই ছবিটিতে সবচেয়ে শক্তশালী 'মৃণ্ময়ী' চরিত্রে অভিনয় করেন জয়া।

ইত্তেফাক/দিপু/নূহু

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন