শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনায় আটকে আছে জয়ার ৫ ছবি

আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৮:১২

করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে আছে পুরো বিশ্ব। গৃহবন্দি হয়ে আছে জনজীবন। আটকে আছে বিনোদনের মাধ্যমও। করোনার জন্য ঢাকা ও পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সকল কাজকর্ম আটকে আছে। আটকে আছে তার পাঁচটি ছবি।

ছবিগুলো হচ্ছে কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’, সায়ন্তন মুখোপাধ্যায়ের ‘ঝরা পালক’, সৌকর্য্য ঘোষালের ‘ভূতপরী’, নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ ও মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’।

ছবিগুলোর মধ্যে প্রথম তিনটি কলকাতার হলেও শেষ দুটি বাংলাদেশের। প্রত্যেকটি ছবিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন গেরিলা ছবির এ অভিনেত্রী।

জয়া আহসান জানান,  পাঁচটি ছবির মধ্যে সবকটিরই কাজ প্রায় শেষ। মুক্তির বিষয়ে এখনই জানা যাচ্ছেনা কিছুই। কারণ পৃথিবীর অবস্থা ভালো নেই। এই অবস্থায় ছবিও মুক্তি পাবেনা।

তবে করোনা শেষে নতুন এক পৃথিবীতে ছবিগুলো মুক্তি পাবে বলেই আশ্বাস প্রকাশ করেন দুই  বাংলার এ অভিনত্রী।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন