শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এবার অনলাইনে ইউরে-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড

আপডেট : ১২ জুলাই ২০২০, ১৯:০২

দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনায় রেখে ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড-২০১৯ অনলাইনে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ৭ জুলাই সিজেএফবির বনানী কার্যালয়ে নির্বাহী কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইভেন্টটির মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক, এনটিভি এবং রেডিও আমার। সিজেএফবির অফিসিয়াল ফেসবুক পেজ ছাড়াও দৈনিক ইত্তেফাক, এনটিভি এবং রেডিও আমার এর ডিজিটাল প্লাটর্ফম থেকে সরাসরি সম্প্রচার করা হবে। 

উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মতো কোনো অ্যাওয়ার্ড ইভেন্ট অনলাইন প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৫ জুলাই (শনিবার) আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তারকাদের কাছে হস্তান্তর করা হবে। এর আগেই ২০১৯’এ বছর সেরা পারফর্মার হিসেবে কারা মনোনয়ন পাচ্ছেন এবং সদস্যদের জরিপে কাদের নাম সেরা তালিকায় উঠছে সংবাদপত্র, সোস্যাল মিডিয়া এবং মনোনয়নপত্রের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। পুরস্কারও নির্ধারিত সময়েই মধ্যেই পৌঁছে দেওয়া হবে। আয়োজনটি সার্বিকভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে আনুষ্ঠানিক প্রস্তুতি গ্রহণ করেছে সংগঠনের সদস্যরা।

ইত্তেফাক/এসি 

এ সম্পর্কিত আরও পড়ুন