বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শুরুটা হলো আমাদের জয়া আহসানকে দিয়েই

আপডেট : ১৩ জুলাই ২০২০, ০৫:০২

বাংলাদেশি চলচ্চিত্র তারকাদের ভেতরে চিত্রনায়িকা ববিতার পর দেশীয় ও আন্তর্জাতিকভাবে এত সুখ্যাতি কেউ পাননি। তার নাম জয়া আহসান। তাই তার ক্যারিয়ারের যেকোনো সাফল্যই এখন স্বাভাবিক মনে হয়। তারকার নিজের কাছেও নিশ্চয়ই অনেকটা মামুলি পর্যায়ের। সেই সাফল্যের ধারাবাহিকতায় কলকাতায় প্রথমবারের মতো অনলাইনে আয়োজিত ডিজিটাল পুরস্কার পেয়েছেন বাংলাদেশের মেয়ে জয়া আহসান।

‘কণ্ঠ’ ছবিতে রমিলা চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য এ পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়া আহসান নিজে। কয়েকমাস ধরে বিশ্বজুড়ে চলা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অনলাইনে প্রথমবারের মতো পুরস্কারের আয়োজন করে উইন্ডোজ প্রডাকশন হাউজ। পুরস্কারটির নাম ‘ফিল্ম অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড’।

পুরস্কারটির বিষয়ে জয়া বলেন, ‘কণ্ঠর রমিলা চরিত্রটা অসাধারণ। সবসময়ই এটি আমার কাছে স্মরণীয়। এই চরিত্রটির জন্যই তারা আমাকে ট্রেন্ডসেটিং পারফর্ম্যান্স অব দ্য ইয়ার পুরস্কারটি দিয়েছে। এটা আমার কাছে খুবই সম্মানের।’

দর্শকমনে প্রভাব ফেলা ও অভিনয়ের নতুন ধারণা তৈরিতে ‘ট্রেন্ডসেটিং পারফর্ম্যান্স অব দ্য ইয়ার’ পুরস্কারটি দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন