বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রযোজককে খুনের হুমকির অভিযোগে যা বললেন ডিপজল

আপডেট : ২৮ জুলাই ২০২০, ০৮:৫৯

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় প্রযোজক সমিতির সদস্য জামাল পাটোয়ারী সাধারণ ডায়েরি করেছেন। কিন্তু অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করেছেন ডিপজল। 

সাধারণ ডায়েরির বিষয়ে ডিপজল বলেন, ‘জামাল পাটোয়ারী কে? আমি তাকে চিনি না। আমার এত সময় নেই যে যাকে চিনি না তাকে খুঁজে বের করে গালাগালি করব। আর আমার ওই বয়সও নেই যে কাউকে গালি দেব। হয়ত ২০ বছরের তরুণ থাকলে গালি দিতাম সেটা মানানসই হতো। কন তো এখন কি আর হুমকি দেওয়ার বয়স আছে আমার?’

সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় গিয়ে ডিপজলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) লিপিবদ্ধ করেন প্রযোজক সমিতির সদস্য জামাল পাটোয়ারী। 

জিডিতে ডিপজলের ব্যবহার করা একটি ফোন নম্বর উল্লেখ করে জামাল পাটোয়ারী অভিযোগ আনেন, গত ২৬ জুলাই আমার মোবাইল ফোনে কল দিয়ে শিল্পী সমিতির সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল তাকে খুনের হুমকি দেন। আর কখনোই বউ বাচ্চার মুখ দেখতে পাবি না, তোর লাশ খোঁজে পাওয়া যাবে না বলে জামালকে হুমকি দেন ডিপজল।

এছাড়াও আরো উল্লেখ করেন, এর আগে আরও দুইবার জামালকে হুমকি দিয়েছেন ডিপজল।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন