শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জাহিদ হাসান ও তারিনের ঈদ ধারাবাহিক ‘বনে ভোজন’

আপডেট : ২৯ জুলাই ২০২০, ০৭:৩৭

দীপ্ত টিভিতে ঈদের দিন রাত ৮টা ১০ মিনিটে প্রচার করা হবে হবে ঈদের বিশেষ পর্বের ধারাবাহিক নাটকবনে ভোজন’। নাটকটি রচনা করেছেন লিটু সাখাওয়াত পরিচালনায় করেছেন গোলাম সোহরাব দোদুল।

 

অভিনয় করেছেন জাহিদ হাসান, তারিন জাহান, পায়েলিয়া পায়েল, আরফান, আইরিন তানি, শাহেদ আলী সুজন অন্যান্য।

আরো পড়ুন : করোনায় শাকিব খানের প্রথম সিনেমার পরিচালকের মৃত্যু

সিরাজ উদ্দিন খান, অবসর প্রাপ্ত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। বয়স ৭০। স্ত্রী গত হয়েছেন প্রায় ১০ বছর আগে। একমাত্র সন্তান সাজ্জাদ, বিবাহিত, ব্যবসা করে। পুত্রবধূ নীলা গৃহিণী। সিরাজ উদ্দিন খানের একটি বড় বৈশিষ্ট্য হলো তিনি বড্ড কৃপণ। কিন্তু তার একমাত্র ছেলে সাজ্জাদ বাবার ঠিক উল্টো বৈশিষ্ট্যের। হাতখোলা স্বভাব। যে কারণে বাপ-ছেলেতে খুব একটা বনিবনা নেই। সাজ্জাদের ব্যবসা এখন উন্নতির দিকে। ব্যবসাকে আরো ভালোভাবে দাঁড় করাতে এই মুহূর্তে তার বেশ কিছু টাকা দরকার। কিন্তু কৃপণ বাবার কাছ থেকে কিছুতেই টাকা আদায় করতে পারছে না।

 

ইত্তেফাক/এসি

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন