শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এবার ঈদে মাত্র একটি নাটক তিশা

আপডেট : ২৯ জুলাই ২০২০, ২৩:০৯

অবশেষে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাও শুটিংয়ে ফিরলেন। ঈদকে সামনে রেখে অনেকেই শুটিংয়ে নামলেও তানজিন তিশা এত দিন শুটিং থেকে বিরত ছিলেন। আজ বুধবার উত্তরায় শুটিং শুরু করেছেন তিনি। তার অভিনীত নাটকের নাম ‘ভুল এ শহরের মধ্যবিত্তদেরই ছিল’। তার সঙ্গে দেখা যাবে আফরান নিশোকে। আগামীকালও চলবে এই শুটিং।

‘ভুল এ শহরের মধ্যবিত্তদেরই ছিল’ নাটকটি লিখেছেন ইব্রাহিম চৌধুরী। পরিচালনা করছেন মাহমুদুর রহমান হিমি। নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি থেকে জানানো হয়েছে, ঈদুল আজহায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

তিশা আরো বলেন, ‘ঈদের আর মাত্র কয়েক দিন বাকি আছে। কিন্তু ঈদের কোনো আমেজই পাচ্ছিলাম না। শুটিং ছাড়া নিজের কাছে ঈদকে ঈদ মনে হচ্ছিল না। কী যেন একটা মিস করছিলাম। ঈদ হবে, আর ঈদে আমার নতুন কোনো নাটক থাকবে না, তা কী করে হয়! তাই ভাবলাম, অন্তত একটা কাজ করি।’

এই অভিনেত্রী আরও বলেন, ‘করোনা ভাইরাসের বিস্তারের আগে শুটিং করা পাঁচটি নাটক এই ঈদে প্রচারিত হবে। কিন্তু নতুন কোনো নাটক না থাকলে ঈদের আনন্দ থাকে না। আগের নাটকগুলো ও নতুন এই একটি নাটক নিয়েই ভক্ত–দর্শকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাই।’

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন