শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রিয়াকে টেনে বাঙালি মেয়েদের অপমান, গর্জে উঠলেন স্বস্তিকা-নুসরাত

আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১১:৪১

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় রিয়া চক্রবর্তীর নাম করে বাঙালি মেয়েদের অপমান করা হচ্ছে নেটিজেনদের একাংশের তরফে। মাছ, মাংস খেয়ে বাঙালি মেয়েরা অর্থবান ছেলেদের প্রেমের জালে ফাঁসিয়ে তাঁদের কাছ থেকে অর্থ আদায় করে। সম্প্রতি সোশ্যাল সাইটে বিভিন্ন ধরনের অভিযোগ উঠতে শুরু করেছে। সম্প্রতি নেট জনতার একাংশের আক্রমণের জবাব দেন অভিনেত্রী নুসরত জাহান ও স্বস্তিকা মুখোপাধ্যায়।

এমন আক্রমণের মুখে নিজের সোশ্যাল হ্যান্ডেলে পালটা মুখ খুললেন স্বস্তিকা। তিনি বলেন, বাঙালি ময়েরা মাছ ধরে, তাদের কাটা ছড়িয়ে ক্রমাগত হজম করে নেয়।

এক টুইটে লিখেছেন, ‘আমি তো রুই বা ভেটকি ভালবাসি। এরপর সরষের তেলে ভাল করে ভেজে গরম ভাতে কাঁচালঙ্কা দিয়ে খেতে ভালবাসি। বাঙালি মেয়েরা কেউ আছো? আমার সঙ্গে যোগ দিতে চাও?’

উল্লেখ্য, স্বস্তিকাই একমাত্র অভিনেত্রী যিনি সুশান্তের সঙ্গে দুটো ছবিতে অভিনয় করেছেন। এমনকী, অভিনেতার শেষ ছবি ‘দিল বেচারা’তেও দেখা গিয়েছে স্বস্তিকাকে।

অন্যদিকে বাংলা সংস্কৃতির দিকে আঙুল তুলতে দেখে নুসরাত বলেন, যারা আইন এবং মানবিকতার বিরূদ্ধে যাবে তাদের আমি সমর্থন করি না। আমি নিশ্চিত, প্রশাসন তার নিজের কাজ করছে। আসল সত্যি শিগগিরই সামনে আসবে। কিন্তু, কোনও ভাবে আমার সংস্কৃতি নিয়ে কটূ কথা বরদাস্ত করব না। আমি বাঙালি হিসেবে গর্বিত।

একজনের পোস্টে কমেন্টে নুসরাত লেখেন, ‘আমরা বাঙালি মেয়েরা ভালো রান্না করেও মন জয় করতে পারি। স্বার্থসিদ্ধির জন্য একটা অংশের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন! আপনি বোধহয় এখনও মাছ, মশলা, মিষ্টি চেখে দেখেননি!’

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন