শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শফিকুর রহমান শান্তনুর ২ ধারাবাহিক নাটকের শুটিং শুরু

আপডেট : ১২ আগস্ট ২০২০, ০৯:১০

ঈদ শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে নাটকের শুটিং। গত ৬ আগস্ট থেকে পুবাইলে টানা শুটিং চলছে নতুন ধারাবাহিক নাটক ‘চাঁদের হাট’র। অন্যদিকে ১১ আগস্ট থেকে উত্তরাসহ ঢাকার বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে আরেকটি নতুন ধারাবাহিক নাটক ‘পরাধীন’র শুটিং। দুটি ধারাবাহিক নাটক রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু।
 
‘চাঁদের হাট’ পরিচালনা করেছেন অনিরুদ্ধ রাসেল। প্রচেষ্টা এ্যাড মিডিয়ার কর্ণধার মোজাফফর হোসেন দীপুর প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, নাদিয়া আহমেদ, রুনা খান, সাজু খাদেম, ডা. এজাজ, নাবিলা, নাজিরা মৌ, রিমি করিম, মুকুল সিরাজ, রাশেদ মামুন অপুসহ আরো অনেকে। অন্য ধারাবাহিক নাটক ‘পরাধীন’ পরিচালনা করেছেন শামীমা আক্তার বেবি। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আনিসুর রহমান মিলন, উর্মিলা, সোহান খান, নাইম, অর্ষা, আরফান সহ আরো অনেকে।
 
এ প্রসঙ্গে নাট্যকার শফিকুর রহমান শান্তনু বলেন, ‘দুটি ধারাবাহিক নাটক ভিন্ন স্বাদের। চাদের হাট গ্রামের গল্প। মূলত দুই বন্ধুর দ্বন্দ্ব নিয়ে বিভিন্ন মজার ও জীবনঘনিষ্ঠ ঘটনা দেখা যাবে। তাদের সাথে যোগ হবে কিছু অদ্ভুত চরিত্র। অন্যদিকে পরাধনি নাটকটি শহরের প্রেক্ষাপটে। আমরা দিনে দিনে আধুনিক হয়ে উঠলেও আমাদের মধ্যে রয়ে গেছে কিছু কুপ্রথা, শ্রেণীবৈষম্য। সেই বিষয়গুলো একটা মেয়ের পরাধীন চোখ থেকে দর্শক দেখতে পাবে। দুটি ধারাবাহিক নাটকই শীঘ্রই দুটো স্যাটেলাইট চ্যানেলে প্রচারের কথা রয়েছে।’ 

এছাড়া বর্তমানে এনটিভিতে নিয়মিত প্রচার হচ্ছে শফিকুর রহমান শান্তনু রচিত ধারাবাহিক নাটক ‘রূপ’।

ইত্তেফাক/এএম

এ সম্পর্কিত আরও পড়ুন