বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘গুঞ্জন সাক্সেনার চরিত্রের জন্য নিজেকে ভেঙে গড়তে হয়েছে’

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ০১:৩৮

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুরের ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’। সিনেমাটি শুরু থেকেই বেশ আলোচনায় ছিল। সিনেমাটির জন্য অনেকদিন প্রস্তুতি নিতে হয়েছে জাহ্নবীকে। সে কথা গণমাধ্যমে বেশ কয়েকবার বলেছেন তিনি। ভারতীয় এয়ার ফোর্সে প্রথম লেফটানেন্ট গুঞ্জন সাক্সেনাকে সিনেপর্দায় ফুটিয়ে তুলেছেন জাহ্নবী। একটু একটু করে এগিয়ে যেতে হয়েছে কঠিন ট্রেনিং, ডায়েট, চিত্রনাট্যের দিকে। ভারতীয় এয়ার ফোর্সের প্রথম মহিলাকে লেফট্যানেন্ট সিনেপর্দায় ফুটিয়ে তোলা মোটেই সহজ ছিল না। সে কথাই জানালেন জাহ্নবী।

তিনি বলেন, ‘আমার মনে হয় যখন কেউ দেশের জন্য কাজ করতে যায়, সে এটা ভাবে না যে আমি হিরো হবো। এটাই মাথায় থাকে যে দেশের সেবা করাই আমার প্রথম কাজ। আমি সেই কাজই করছি, যা আমি ভালোবাসি করতে। গুঞ্জন সাক্সেনার চরিত্রে নিজেকে ভেঙে গড়তে হয়েছে। একটি ছবির পরই গুঞ্জন সাক্সেনার বায়োপিকে কাজ করা একেবারেই সহজ ছিল না। তবুও পরিচালক শরণ শর্মা, সহ-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, অঙ্গদ বেদির সহযোগিতায় তার পক্ষে এই ছবিতে কাজ করাও সম্ভব হয়েছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন