শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কঙ্গনার বিরুদ্ধে মানহানিসহ ৫ ধারায় মামলা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১০:১০

সমকালীন আন্দোলন, রাজনীতি, মাদক থেকে শুরু করে কৃষকের অধিকার সব বিষয়ে কঙ্গনা রনাওয়াত মন্তব্য করে থাকেন। এজন্য তার নামের আগে ‘বিতর্কিত বলিউড তারকা’ ব্যবহার করা হয়েছে নানা সময়ে। বিশেষ করে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যেন তার কথা বলার তৃষ্ণা আরও বেড়ে গেছে। কাউকেই ছাড় দিচ্ছেন না এই অভিনেত্রী। 

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, কর্নাটকের টুমকুর জেলায় বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে কঙ্গনার বিরুদ্ধে অপরাধ আইনের ৪৪ (মর্যাদাহানি), ১০৮ (অপরাধমূলক কাজে মদদ দেওয়া), ১৫৩ (দাঙ্গায় উসকানি), ১৫৩–এ (ভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতার ইন্ধন জোগানো) এবং ৫০৪ (সামাজিক শান্তি–শৃঙ্খলা লঙ্ঘিত হয় এমন অবমাননাকর মন্তব্য করা) ধারায় মামলা হয়েছে। এই অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এক আইনজীবী রমেশ নায়েক। তাঁর মতে, কঙ্গনার এই মন্তব্য ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্ররোচনামূলক।’

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত সপ্তাহেই সংসদের অধিবেশন চলাকালীন ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটে সংসদে কৃষি বিল পাস করিয়ে নেয় কেন্দ্রের মোদি সরকার। কিন্তু সেই বিলের বিরোধিতা করে দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ, গণ–আন্দোলন। যদিও পরবর্তীকালে পরিস্থিতি সামাল দেওয়ার উদ্দেশ্যে সবাইকে আশ্বস্ত করে টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, নতুন বিল আইনে পরিণত হলেও ন্যূনতম সহায়ক মূল্য চালু থাকবে। ভারতের প্রধানমন্ত্রীর এই টুইটকেই রিটুইট করে নিজের বক্তব্য দেন কঙ্গনা।

জানা গেছে, ২০ সেপ্টেম্বর আন্দোলনকারীদের আক্রমণ করে টুইটারে কঙ্গনা লেখেন, ‘প্রধানমন্ত্রীজি, কেউ ঘুমালে তাকে জাগানো যায়। কেউ না বুঝলে তাকে বোঝানো যায়। কিন্তু যিনি ঘুমানোর অভিনয় করেন, বুঝেও না বোঝার ভান করেন, আপনার বোঝানোয় তার কী যায় আসে? তারা সেই সন্ত্রাসবাদী, সিএএর আওতায় কারও নাগরিকত্ব না গেলেও, তারা রক্তবন্যা বইয়ে দিয়েছিলেন।’

কঙ্গনার এই মন্তব্যে ভারতে প্রতিবাদের ঝড় ওঠে। একাধিক জায়গা থেকে তীব্র সমালোচনা ভেসে আসতে থাকে এই বলিউড অভিনেত্রীর প্রতি। যদিও নিজের মন্তব্য থেকে সরেননি তিনি। বরং দাবি করেন, তিনি কৃষকদের সন্ত্রাসবাদী বলে কখনোই অভিহিত করেননি। এমনকি তার অভিযোগ প্রমাণ করতে পারলে টুইটার থেকে সরে যাবেন, এমন খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কঙ্গনা।

একই দিন যৌন হয়রানি নিয়েও টুইটারে সরব ছিলেন কঙ্গনা। এক টুইটে কঙ্গনার অভিযোগ, বলিউডের কিছু বড় অভিনেতা তার সঙ্গে বাজে আচরণ করেছেন। এই বলিউড তারকা জানিয়েছেন, বলিউডের প্রথম সারির কিছু অভিনেতা শুটিংভ্যানে, বাসায় বা পার্টিতে ডেকে তাকে যৌন হয়রানির চেষ্টা করেছিলেন।

এর আগে এই নায়িকা অনুরাগ কাশ্যপের টুইট নিয়ে বলেন, ‘পায়েলের সঙ্গে তিনি যা করেছেন, বলিউডে তা প্রায়ই হয়। ইন্ডাস্ট্রির বাইরে থেকে আসা মেয়েদের সঙ্গে যৌনকর্মীর মতো ব্যবহার করা তাঁদের কাছে খুবই সাধারণ ব্যাপার।’

এর আগে তার কটু মন্তব্যের তির ছিলো একসময়ের বলিউড তারকা ঊর্মিলা মার্তন্ডকারকে নিয়ে। সেবার অবশ্য ইটটা ছুড়েছেন ঊর্মিলাই। ঊর্মিলা কটাক্ষ করেন কঙ্গনার রাজ্য ‘হিমাচল প্রদেশই মাদকের জন্মস্থান’। পাটকেল হিসেবে কঙ্গনা তাঁকে পর্নো তারকা বলতেও এতটুকু দ্বিধা করেননি। ভারতীয় গণমাধ্যম টাইমস নাউকে সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেন, ‘আমি রীতিমতো যুদ্ধ করছি সময়ের সঙ্গে। আর তিনি আমার এই যুদ্ধ নিয়ে ঠাট্টা করেছেন। তিনি কে? তিনি তো পর্নো তারকার মতো (সফট পর্নো স্টার) কী করেছেন জানি আমরা।’

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন