বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘ট্রিবিউট টু আইয়ুব বাচ্চু’

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ২০:১৮

আজ ১৮ অক্টোবর দুই বাংলার রক আইকন আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকী। ৯০-এর দশকে যাদের  কৈশোর-যৌবন কেটেছে, তাদের প্রায় সবাই আইয়ুব বাচ্চুর গানের কথায়, সুরে, গিটার বাজানোতে সম্মোহিত হয়েছেন। কলকাতার সহজিয়া ব্যান্ডের মূলগায়ক এবং সঙ্গীত পরিচালক দেব চৌধুরীও তাদের একজন।

২০১৮ সালে আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার দিন শেষ রাতে দেব তাঁর কৈশোরের রক আইকনকে স্মরণ করে একটা গান তৈরি করেন। ঠিক পরেরদিনই কলকাতার আকাশ আট চ্যানেলের ‘গুড মর্নিং আকাশ’ লাইভ অনুষ্ঠানে শিল্পীর স্মরণে গানটি দেব নিজে গেয়েছিলেন। আইয়ুব বাচ্চুর স্মরণে সেই গানটি আজ ইউটিউবে রিলিজ হচ্ছে, নাম 'Tribute To AyubBachchu'।

গানের কথা, সুর, কণ্ঠ- দেব চৌধুরী, মিউজিক ডিজাইন এবং অ্যারেঞ্জমেন্ট- রূদ্রনীল চৌধুরী, সিনেমাটোগ্রাফি- সুমন সরকার, ভিডিও এডিটিং- অভিষেক প্রধান, সহযোগিতায় - সুস্মিতা, সুতনুকা, সুপ্রতীম, অংশু এবং নিবেদনে সিনে লাইভ মিডিয়া। দেব চৌধুরী বলেন, ‘আইয়ুব বাচ্চু আমাদের প্রজন্মের কৈশোরের রক আইকন। একটা ভাঙা গিটার বুকে জড়িয়ে অনেক না ঘুমানো রাত তার গান নিয়ে কেটেছে।  এই গানটির মাধ্যমে আমি শিল্পীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানালাম।’

ইত্তেফাক/আরএ

এ সম্পর্কিত আরও পড়ুন