বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আদালতের নির্দেশ অমান্য, আইনি জটিলতায় পড়তে পারেন সৃজিত-মিথিলা

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১৫:৫৩

করোনা ভাইরাস মহামারী সংক্রমণ রোধে পশ্চিমবঙ্গের পূজা মণ্ডপের দর্শনার্থীদের প্রবেশে কলকাতা হাই কোর্টের নিষেধাজ্ঞার মধ্যে ‘নো এন্ট্রি জোনে’ অঞ্জলি দিয়ে আইনি জটিলতার মুখে পড়তে পারেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি ও ঢাকার অভিনয়শিল্পী রাফিয়াথ রশীদ মিথিলা।

শনিবার সকালে কলকাতার নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পূজায় অঞ্জলি দেওয়ায় এ তারকা দম্পতি আদালত অবমাননার দায়ে পড়তে পারেন।

সৃজিত-মিথিলার সঙ্গে একই মণ্ডপে টালিগঞ্জের আরেক অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান ও তার স্বামী নিখিল জৈনও হাই কোর্টের নির্ধারিত ‘নো এন্ট্রি জোনে’ অঞ্জলি দিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে পত্রিকাটি।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কলকাতা হাই কোর্ট পশ্চিমবঙ্গের সব পূজা মণ্ডপ ‘দর্শকশূন্য’ রাখার নির্দেশ দিয়েছে। স্থানীয় বাসিন্দা ও পূজার উদ্যোক্তা ছাড়া ‘বহিরাগত দর্শকদের’ জন্য ‘নো এন্ট্রি জোনে’ প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে।

অন্যদিকে, সঙ্ঘের সদস্য হিসেবে সৃজিত ও নুসরাত ‘নো এন্ট্রি জোনে’ প্রবেশ করেছেন বলে তার ঘনিষ্টরা দাবি করলেও বাইরের বাসিন্দা নিখিল জৈন ও বাংলাদেশের নাগরিক মিথিলার তাতে প্রবেশ করতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন