বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আবারো শারীরিক অবস্থার অবনতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১০:১১

প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আবারো অবনতি হয়েছে। মাঝে তার করোনা ধরা পড়লে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরবর্তীতে শরীরের অবস্থা উন্নতি হলে চিকিত্সকরা জানান আশঙ্কামুক্ত রয়েছেন তিনি। তবে সম্প্রতি আবারো খারাপের দিকে যাচ্ছে তার অবস্থা।

হাসপাতাল সূত্র জানায়, স্টেরয়েডের ডোজ কমানোর পরই সৌমিত্র চট্টোপাধ্যায়ের অচেতন ভাব বেড়ে গেছে। শুধু তাই নয়, অভিনেতার মস্তিষ্কের চেতনাও কমে গেছে। তাই এদিন আবার নতুন করে তার জন্য গঠন করা বিশেষ মেডিকেল বোর্ডে যোগ করা হয়েছে পাঁচ স্নায়ুরোগ বিশেষজ্ঞকে।

বিগত কয়েকদিন ধরেই উচ্চমাত্রার স্টেরয়েড দেয়া হচ্ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়কে। তাই খানিক সুস্থ হতেই অভিনেতার স্টেরয়েডের মাত্রা কমানো হয়েছিল। স্টেরয়েড ছাড়া মাথা কেমন কাজ করে, সেটাই দেখার অপেক্ষায় ছিলেন অরিন্দম কর পরিচালিত মেডিকেল টিম। কিন্তু সেখানেই ফের একবার সমস্যার সূত্রপাত।

স্টেরয়েডের মাত্রা কমানোর জন্য বুধবার থেকে আবারো সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির অবনতির খবর পাওয়া গেছে।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন