বছরের শেষ হিটের অপেক্ষায়...

গ্যাল গ্যাডট। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক০৩:৪১, ২৩ নভেম্বর, ২০২০ | পাঠের সময় : ০.৫ মিনিট
চলতি বছর পুরোবিশ্বে সিনেমা বাজার ক্ষতির মুখে পড়েছে। হাজার কোটি টাকা বাজেটের সিনেমাগুলো পড়েছে হুমকির মুখে। বলা যায়, সিনেমা শূন্য এক বছর গেল ২০২০। কিন্তু বছরের শেষটা একটু উৎসবমুখর যাবে।
২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে গাল গোদাত অভিনীত ‘ওন্ডার ওইম্যান ১৯৮৪’। বড়দিন উপলক্ষে সারাবিশ্বের মুক্তি পাবে সিনেমাটি। এর আগে ১৬ ডিসেম্বর সিনেমাটির প্রিমিয়ার হবে বলে জানা যায়।
গ্যাল গ্যাডট বলেন, ‘বেশ আনন্দ লাগছে সিনেমাটি মুক্তির তারিখ চূড়ান্ত হওয়ায়। দর্শকদের মতো আমিও মুক্তির জন্য বেশ উত্তেজিত। এই বছরটা আমাদের যে আতঙ্ক ও হতাশা নিয়ে কেটেছে শেষটা তেমনটা না কাটুক এমন আশা করি। আর সিনেমাটির মধ্য দিয়ে আবারো হলিউডের উৎফুল্ল হয়ে উঠুক।
ইত্তেফাক/জেডএইচডি