শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সেদিন কী ঘটেছিল?

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ০৭:০০

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম ও টিভি নাটকের প্রিয়মুখ সমাপ্তি মাসুক প্রথম একসঙ্গে অভিনয় করেন আজ থেকে প্রায় আট বছর আগে কাফী বীরের পরিচালনায় একটি নাটকে। পরবর্তী সময়ে তারা দুজন আরও বেশকিছু নাটকে অভিনয় করেন। সর্বশেষ তারা তপু খানের নির্দেশনায় সময়ের গল্প’র ‘ভুল স্বপ্ন’ নাটকে অভিনয় করেন।

এবার একেবারেই ভিন্নরকম রহস্যের এক গল্পে তারা দুজন অনবদ্য অভিনয় করেছেন। নাটকের নাম ‘সেদিন কী ঘটেছিল?’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং পরিচালনা করেছেন দীপু হাজরা। রাজধানীর অদূরে আমিন বাজারের কাছাকাছি একটি মডেল টাউনে নাটকটির দৃশ্যধারণের কাজ এরইমধ্যে শেষ হয়েছে। নাটকটির গল্পে দেখা যাবে, আবির ঐশীকে বিয়ে করার আগে আরেকটি বিয়ে করেছিল। কিন্তু তাকে আবির খুন করে ফেলে। ঐশীকে বিয়ে করার পর ঐশী আবিরের পূর্ববর্তী ঘটনা তার চাল-চলন ও আচার-আচরণে বুঝতে পারে। আর এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মম বলেন, ‘ভিন্ন ধরনের গল্পেই কাজ করতে এখন আমি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। শান্তনুর লেখা এই নাটকটির গল্প আমার কাছে ভালো লেগেছে। সহশিল্পী হিসেবে সমাপ্তি ভীষণ সহযোগিতাপরায়ণ। আমরা গল্পটাকে আমাদের অভিনয় দিয়ে যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করেছি।’

সমাপ্তি মাসুক বলেন, ‘মমর সঙ্গে যতগুলো নাটকে অভিনয় করেছি প্রত্যেকটি নাটকে অভিনয়ের জন্য বেশ সাড়া পেয়েছি। নিঃসন্দেহে মম একজন গুণী অভিনেত্রী। যে কারণে তার সঙ্গে কাজ করতে সবসময়ই ভীষণ ভালো লাগে। ‘সেদিন কী ঘটেছিল’ নাটকটি আশা করছি দর্শকের ভালো লাগবে।’

পরিচালক জানান, ‘নাটকটি শিগগিরই মাছরাঙ্গা টিভিতে প্রচার হবে।’

ইত্তেফাক/বিএএফ


 

এ সম্পর্কিত আরও পড়ুন