শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যে গ্রামে নারীরা সবকিছু নিয়ন্ত্রণ করে

আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৩:১০

অদ্ভুত এক গ্রাম, নাম প্রবাসপুর। এখানকার পুরুষরা বেশির ভাগই প্রবাসে থাকে। আর নারীরা গ্রামের সবকিছু নিয়ন্ত্রণ করে। নিরাপত্তা প্রহরী থেকে শুরু করে দোকান-পাট, হাট-বাজার সবকিছুতে নারীদের কর্তৃত্ব। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘১০০ তে একশো’।

এই নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- জাহিদ হাসান, সাজু খাদেম, আরফান, অ্যালেন শুভ্র, তারিক স্বপন, মিম মানতাশা, রুনা খান, ঊর্মিলা শ্রাবন্তী কর, সুমাইয়া মিথিলা, শামীমা তুষ্টি, মনিরা মিঠুসহ আরও অনেকে।

আরও পড়ুন: ফেসবুক থেকে উধাও শবনম ফারিয়া!

মুনতাহা বৃত্তার রচনায় এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল।

নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান, আগামী ১ ডিসেম্বর থেকে ‘১০০ তে একশো’ ধারাবাহিকটি প্রচার হবে প্রতি রোব, সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন