আবারো গায়ক চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরী
বিনোদন রিপোর্ট০১:১৮, ০২ ডিসেম্বর, ২০২০ | পাঠের সময় : ০.৬ মিনিট
চঞ্চল চৌধুরীকে শিল্প জগতের পরশপাথর বলেন অনেকেই। যা করেন সেটিই আলোচিত ও প্রশংসিত হয়। অডিও এবং সিনেমায় বেশকিছু গান তিনি উপহার দিয়েছেন। তার কণ্ঠে সর্বশেষ ভাইরাল হয়েছে ‘যুবতী রাধে’। লোকগানের জন্য শ্রোতাপ্রিয় গায়ক চঞ্চল এবার নতুন করে গাইলেন দুটি গান।
জানা গেছে, ৬০ দশকের বিখ্যাত ‘তুমি যে আমার কবিতা’ গানে কণ্ঠ দিয়েছেন চঞ্চল। নতুন করে এ গানের সংগীতায়োজন করেছেন জেকে মজলিশ। এতে চঞ্চলের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা। গানটির মূল শিল্পী মাহমুদুন্নবী ও সাবিনা ইয়াসমিন।
আরো পড়ুন : দেশে নতুন শনাক্ত ৬৫৮ এইডস রোগীর মধ্যে রোহিঙ্গা ১২৪
গত ৩০ নভেম্বর রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ড শেষ হয়েছে। ১০ ডিসেম্বর রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের জমকালো মঞ্চে গানটি পরিবেশন করা হবে।
ইত্তেফাক/এসি