বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আমি চাইলেই প্রতিশোধ নিতে পারতাম:ক্যাটরিনা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ০৬:৩৮

২০০৩ সালে ‘বুম’ ছবিতে আত্মপ্রকাশ হয় ক্যাটরিনার। ছবিটি বক্স অফিসে একেবারেই মুখ থুবড়ে পড়ে। ছবির সঙ্গে সঙ্গে ক্যাটরিনা কাইফও সকলের অগোচরে রয়ে যান।

ফলে স্ট্রাগল শুরু হয় ক্যাটরিনার। সে সময়ই আরো একটি মুভির শুটিং শুরু হয়। মুভির নাম ছিল ‘সায়া’। এই মুভিতে ক্যাটরিনার বিপরীতে অভিনয় করছিলেন জন আব্রাহাম। জনও তখন উঠতি অভিনেতা। মডেলিং থেকে তখন সবে বলিউডে পা রাখছেন জন। জন ও ক্যাটরিনা দু’জনই তখন ইন্ডাস্ট্রিতে নতুন।

মহেশ ভাট তার এই ছবির জন্য এমন নতুন মুখই খুঁজছিলেন। জন ও ক্যাটরিনাকে তিনি নিজের ছবির জন্য সই করিয়ে নেন।

ছবির শুটিংও শুরু হয়। কিন্তু তৃতীয় দিন সেটে গিয়ে ক্যাটরিনা জানতে পারেন তাকে ছবি থেকে বাদ দেওয়া হয়েছে। তার বদলে শর্মা নামে আরেক নবাগতকে নেওয়া হয়েছে।

কেন এ রকম করা হলো তার সঙ্গে? ক্যাটরিনা জানতে পারেন যে, তার কো-স্টার জনের অনুরোধেই এমন হয়েছে। ক্যাটরিনা তখন ভালোভাবে হিন্দি বলতে পারতেন না। সে কারণেই জন নাকি তার সঙ্গে অভিনয় করতে রাজি ছিলেন না।

এই ঘটনা অবশ্য লাকি হয়ে ওঠে ক্যাটরিনার কাছে। কারণ এরপরই ক্যাটরিনার পরিচয় হয় সালমানের সঙ্গে। এরপরে ক্যাটরিনার সাফল্যের গল্প তো সবার জানা।

কিন্তু ২০০৯ সালে ফিল্ম ‘নিউইয়র্ক’-এর সুযোগ আসে তার কাছে। আর এই ফিল্মে তার বিপরীতে ফের একবার জনকে নেওয়া হয়। ক্যাটরিনা চাইলেই প্রতিশোধ নিতে পারতেন, জনকে এই ফিল্ম থেকে বাদ দেওয়ার শর্ত রাখতেই পারতেন। কিন্তু তিনি তা করেননি, বরং তারই বিপরীতে অভিনয় করে ‘প্রতিশোধ’ নিয়েছিলেন সেই অপমানের।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন