শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘আমি একটু বেশিই আশাবাদী’

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ০৪:২০

অভিনেত্রী বিদ্যা সিনহা মীমের বছরের প্রথম কাজটাই ছিল ওয়েব সিরিজের। থাইল্যান্ডে ইংরেজি নববর্ষ পালন করেই তিনি ‘বিউটি অ্যান্ড বুলেট’ শিরোনামের এই ওয়েব সিরিজটির কাজ শেষ করেন। এর আগে তিনি কোনো ওয়েব সিরিজে কাজ করেননি। ওয়েব সিরিজটি প্রসঙ্গে মীম বলেন, ‘ওয়েব সিরিজের আমি একজন প্রতিযোগীর চরিত্রে অভিনয় করেছি। এমন চরিত্রে এবারই প্রথম। কাজটা করার আগে ভেবেছিলাম, ওয়েব সিরিজে করবো না। কিন্তু পরে ভেবে দেখলাম ওয়েব সিরিজের গল্প ভালো হলে অভিনয় করতে অসুবিধা কি, দর্শকও এদিকেই ঝুঁকছে। সেকারণেই কাজটি করা। আশা করি আমার প্রথম কাজটি দর্শকদের ভালো লাগবে।’

এদিকে ভালোবাস দিবসে এই অভিনেত্রীর অভিনীত ‘দাগ’ চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই চলচ্চিত্রটি অনেকদিন ধরেই মুক্তির অপেক্ষায় রয়েছে। দাগ-এ মীমের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। চলচ্চিত্রটি প্রসঙ্গে মীম বলেন, ‘মুক্তি পাচ্ছে পাচ্ছে করে এতদিন বিভিন্ন কারণে পর্দায় আসেনি। এটি একটি নির্ভেজাল ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে। ত্রিভুজ প্রেমের গল্পটি সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস। দর্শকদের একটা কথাই বলবো, আপনারা হলে গিয়ে সিনেমা দেখলে আমাদের ইন্ডাস্ট্রি বাঁচবে। আমরাও আরো ভালো কাজ করতে উত্সাহী হবো।’

ত্রিভুজ প্রেমের এই ছবিতে বাপ্পী-মীম ছাড়াও অভিনয় করেছেন আঁচল। এবার ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন তারেক শিকদার। ছবিটির কাহিনি লিখেছেন কামাল আহমেদ, সংলাপ ও চিত্রনাট্য করেছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

আরও পড়ুন: শহীদ আসাদ দিবস আজ

সম্প্রতি মীম ‘সাপলুডু’ ছবির শুটিং শেষ করেছেন। ছবিতে তার বিপরীতে আছেন আরিফিন শুভ। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। ছবিটি নিয়ে মীম বলেন, ‘সাপলুডু একটা অন্যরকম গল্পের সিনেমা। এই সিনেমাটি নিয়ে আমি একটু বেশিই আশাবাদী। এই সিনেমারই মুক্তির প্রহর গুনছি।’

ইত্তেফাক/আরকেজি

এ সম্পর্কিত আরও পড়ুন