শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জামিন পেলেন ‘নবাব এলএলবি’ ছবির পরিচালক-অভিনেতা

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২৩:৪৫

সিনেমায় পুলিশকে হেয় করার অভিযোগে পর্নোগ্রাফি আইনে করা মামলায় গ্রেফতার পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহিন মৃধার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার শুনানি শেষে তাদের জামিনের আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান।

জানা গেছে, সোমবার আদালতে অনন্য মামুন ও শাহীন মৃধার পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী সাইদুর রহমান মানিক। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

নবাব এলএলবি সিনেমায় পুলিশকে নিয়ে অশালীন সংলাপের অভিযোগে পর্নোগ্রাফি আইনে গত ২৪ ডিসেম্বর রাতে অনন্য মামুন ও শাহীন মৃধাকে গ্রেফতার করে পুলিশ। পরে ২৫ ডিসেম্বর দুপুরে তাদের আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। এতোদিন তারা কারাগারেই ছিলেন।
 
ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন