প্রকাশ্যে এলো ‘মেঘের বাড়ি যাবো’

অন্তু করিম ও সামান্তা শিমু। ছবি: সংগৃহীত
ইত্তেফাক অনলাইন ডেস্ক২০:৫৬, ১৫ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৩ মিনিট
প্রকাশ্যে এলো ‘মেঘের বাড়ি যাবো’ গান। জিয়াউদ্দিন আলমের কথা ও সুরে গানটিতে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী টিনা রাসেল ও আরিফ। ১৪ জানুয়ারি জিসান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে গানটি।
‘মেঘের বাড়ি যাবো’ গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন এক জীবন খ্যাত গানের জনপ্রিয় মডেল অন্তু করিম ও সামান্তা শিমু। ভিডিওটি ণির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
ইত্তেফাক/বিএএফ