শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

১৯ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

উৎসবের চলচ্চিত্র দেখা যাবে অনলাইনে

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৮:২৭

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ এই শ্লোগানে ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে ১৯ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রাজধানীর ছয়টি ভেন্যুতে নিয়মিত চলছে চলচ্চিত্র প্রদর্শনী।

উৎসবে চলচ্চিত্র প্রদর্শনীর স্থানসমূহ হলো- জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, শিল্পকলার নন্দন থিয়েটার (মুক্তমঞ্চ), বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স এবং সীমান্ত স্কয়ার সিনেপ্লেক্স।

আরও পড়ুন: ‘সত্যজিৎ রায় চাইলেই বিদেশি ভাষায় ছবি নির্মাণ করতে পারতেন’

এবারের উৎসবে বাংলাদেশসহ ৭৩টি দেশের ২২৬টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় এবারই প্রথম অনলাইনে উৎসবের চলচ্চিত্র দেখার ব্যবস্থা করেছে উৎসব কর্তৃপক্ষ। লাগভেলকি ওয়েব লিংক (https://lagvelki.com/) থেকে যে কেউ দেখতে পারেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ও আলোচিত এই চলচ্চিত্রগুলো।

রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২৪ জানুয়ারি ২০২১ পর্যন্ত।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন